কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুমূর্ষু অবস্থায় সড়কের পাশে পড়ে থাকা সেই ব্যক্তির ঠাঁই হলো হাসপাতালে

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৪ মে ২০২০, ২৩:২৬

মুমূর্ষু অবস্থায় নাম পরিচয়হীন এক ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়েছিল। কে বা কারা তাকে উক্ত স্থানে রেখে গেছে তা কেউ বলতে পারছিল না। কেউ তার পাশে যায়নি। বরং আশেপাশের লোকজন করোনা রোগী ভেবে দূর থেকে তামাশা দেখা ও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের দিকে বিষয়টি নজরে আসে পৌর মেয়র, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও করোনা প্রতিরোধে কাজ করা একদল স্বেচ্ছাসেবকের। এরই মধ্যে সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবকসহ অনেকেই এই ব্যক্তির সড়কের পাশে পড়ে থাকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। সম্পর্কিত খবর ভার্চুয়াল কোর্টে তিন দিনে ২৯৭৮ জনের জামিনকরোনায়ই মারা গেছেন ড. আনিসুজ্জামান, শুক্রবারের সব কর্মসূচী বাতিলকরোনাকালে গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু অচেতন ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। অতঃপর মুমূর্ষু অচেতন অপরিচিত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য এগিয়ে আসেন হাসপাতালের একজন স্টাফ, একজন স্বেচ্ছাসেবক এবং একজন ছাত্রলীগ কর্মী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও