আমিরাতে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই ফিরতে পারবেন
সময় টিভি
প্রকাশিত: ১৪ মে ২০২০, ২৩:৪৭
সংযুক্ত আরব আমিরাতে থাকা অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। নতুন আদেশ অনুযায়ী আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের এই সুযোগ দেয়া হচ্ছে। বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয় গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন।