চীন থেকে আসছে পদ্মাসেতুর শেষ চালান
পদ্মাসেতুর স্প্যান তৈরির যন্ত্রাংশের শেষ মালামালের চালান চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চালানটি শিনহোয়াংদাও বন্দর থেকে এমভি কং সিউ সং জাহাজে করে রওনা দিয়েছে। আগামী ১৫ জুন মুন্সিগঞ্জের মাওয়ায় এসব মালামাল এসে পৌঁছানোর কথা রয়েছে। আর এর মাধ্যমেই সমাপ্ত হলো চীন থেকে সেতুর মালামাল আসা। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের তার ফেসবুক পোস্টে জানান, ‘জাহাজে সেতুর ১৮০টি ট্রাস কম্পোনেন্টসহ ২ হাজার ৪১টি স্টিলের তৈরি বিভিন্ন মালামাল রয়েছে। জাহাজটি সাংহাই ও সিঙ্গাপুর পোর্টে মোট সাতদিন বিরতি দিয়ে জুন মাসের ৭ তারিখ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। চট্টগাম বন্দরে কাস্টমস শুল্ক পরিশোধ ও ক্লিয়ারেন্সের পর মংলা হয়ে ১৫ জুন মাওয়ায় এসে পৌঁছাবে। পরিবহনের দায়িত্বে নিয়োজিত আছে আন্তজার্তিক কসকো শিপিং লাইন’। প্রকৌশলী সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর শেষ এসব মালামাল চলতি বছরের মার্চ মাসে আসার পরিকল্পনা চলছিল।