ঈদ বাজারে বেচাকেনায় অসন্তুষ্ট ব্যবসায়ীরা
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ১৪ মে ২০২০, ২০:৩০
ঢাকায় মধ্যবিত্তের ঈদ শপিং-এর সবচেয়ে জমজমাট মার্কেট হলো বসুন্ধরা এবং যমুনা শপিং মল৷ এর কোনোটিই ১০মে থেকে খুলেনি৷ তারা আগেই না খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ খুলেনি নিউমার্কেটসহ, গাউসিয়াসহ ক্রেতাদের পছন্দের অনেক মার্কেট৷ তবে কিছু কিছু মার্কেট খুলেছে৷ তার মধ্যে একটি গুলশান এক নাম্বার ডিএনসিসি মার্কেট৷ কিন্তু খুললে কি হবে সেখানে তেমন ক্রেতা মিলছেনা৷ এই মার্কেটে পোশাক, কসমেটিকস, জুতা ও ফাস্টফুডসহ নানা পণ্যের দোকান আছে মোট ২৪২টি৷ সবগুলোই রোববার থেকে খুলেছে৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| মোহাম্মদপুর, ঢাকা
৯ মাস, ১ সপ্তাহ আগে
ঢাকা পোষ্ট
| গুলশান ২
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে