৭০০ টাকা ভাড়ার জন্য রাতে বের করে দিলেন বাড়িওয়ালা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ মে ২০২০, ২০:১৫
ঠিক সময়ে ভাড়া দিতে না পারায় শিশুসহ একটি পরিবারকে সন্ধ্যার পর বাসা থেকে বের করে দেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের শাপলাবাগ আবাসিক এলাকার এক বাড়িওয়ালা। এলাকার রেল লাইনের পাশে রুবেল মিয়ার বাসায় বুধবার (১৩ মে) এই ঘটনা ঘটে। সেহেরির পর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের পরিবারটিকে বাসায় তুলে দেন।জানা গেছে, শাপলাবাগ এলাকার বাসিন্দা রুবেল মিয়ার বাসায় ৭০০ টাকা মাসিক ভাড়ায় থাকতেন ওই ভাড়াটিয়া। দেড় মাসের বাসাভাড়া দিতে না পারায় দুই শিশুসহ ভাড়াটিয়া নারীকে বুধবার সন্ধ্যারাতে বাসা থেকে বের করে দেন বাড়িওয়ালা। পরে শ্রীমঙ্গল থানার সামনে মার্কেটের বারান্দায় দুই শিশুকে ঘুম পাড়িয়ে শিশুর মা পাশে বসে থাকেন। এমন সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও স্থানীয় তরুণ শেখ সারোয়ার জাহান জুয়েল তাদের ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে