করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনলাইনে ‘প্রত্যর্পণ’ স্বল্পদৈর্ঘ্য
স্বজন মাঝি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যর্পণ’ ১৫ মে শুক্রবার লাগভেলকি ডট কমে মুক্তি পাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনলাইনে এ স্বল্পদৈর্ঘ্যটি অবমুক্ত করা হচ্ছে। এ বিষয়ে নির্মাতা স্বজন মাঝি বলেন, একজন প্রবাসী তরুণের মনোজাগতিক সংকটকে ঘিরে ১৩.২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। দেশ-বিদেশের আগ্রহী দর্শকরা lagvelki.com-এ লগইন করে যেকোনো মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে ১০০ টাকার বিনিময়ে চলচ্চিত্রটি দেখতে পারবেন। অনলাইন প্রদর্শনের মাধ্যমে সংগৃহীত অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় প্রদান করা হবে। তিনি বলেন, আমরা সিনেমা বানিয়েছি প্রবাস ফেরৎ একজন সাধারণ মানুষের বাস্তব প্রেক্ষাপট ঘিরে এবং সেই সিনেমা এখন দেখাচ্ছি করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই বলছি, ‘মানুষের সিনেমা- মানুষের জন্য’। উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা স্বজন মাঝি ২০১৮ সালে ‘গল্প-সংক্ষেপ’ স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।