গাজীপুর ও নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। সবশেষ নারায়ণগঞ্জ থেকে হারুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে সংযুক্ত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এ ছাড়া এদিন বাংলাদেশ পুলিশের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ আরো তিনজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.