লকডাউনের পরেও ওয়ার্ক ফ্রম হোম কেন্দ্রীয় সরকারি কর্মীদের!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৪:৩২
nation: লকডাউনের পরেও ওয়ার্ক ফ্রম করতে হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ডিপার্টমেন্ট অফ পারসোনেল অ্যান্ড ট্রেইনিং জানিয়ে দিয়েছে, যোগ্য কর্মী ও অফিসারদের বছরে ১৫ দিন ওয়ার্ক ফ্রম করার সুযোগ দেওয়া হতে পারে। লকডাউনে কর্মীরা সফলভাবে ই-অফিস করায় প্রশংসাও করা হয়েছে।