কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসুন্ধরা গ্রিড হাসপাতালে ৪১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ

বণিক বার্তা প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৫:০৩

বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালে কোভিড-১৯ রোগে সংক্রমিতদের অস্থায়ী আইসোলেশন সেন্টার করতে ৪১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।  অর্থ বরাদ্দে চিঠিতে বিভিন্ন খাত বিভাজন করে বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে। বরাদ্দ পাওয়া উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে আউটসোর্সিং, পথ্য, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, অক্সিজেন, নিরাপত্তা সেবা, সংগনিরোধক খাতে ব্যয়। বরাদ্দকৃত অর্থব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে অর্থমন্ত্রণালয়। তার মধ্যে রয়েছে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করতে হবে। এই অর্থ চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। এছাড়া অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারে সমর্পণ করার কথা বলা হয়েছে।কভিড-১৯ রোগে সংক্রমিতদের চিকিৎসা সুবিধ দিতে হাসপাতাল করতে বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে। আর হাসপাতাল বানানোর মূল কাজটি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি কনভেনশান সেন্টার এবং একটি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠছে দেশের সবেচেয়ে বড় এই কভিড-১৯ হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসায় এরই মধ্যে অস্থায়ী হাসপাতালের জন্য পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতাল চালুর জন্য চিকিৎসক, নার্স নিয়োগ হয়েছে। অন্যান্য জনবল নিয়োগের কাজ প্রক্রিয়াধীন।সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৩ এপ্রিল হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এই সপ্তাহে এটি চালু হতে পারে। ২ হাজার ১৩ শয্যার আইসোলেশন সেন্টারের পাশাপাশি ৭১ শয্যার আইসিইউ ইউনিট থাকবে এই হাসপাতালটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও