আশুলিয়ায় বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৪:৩৪

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।একই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। পরে পুলিশ কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। সকাল সোয়া আটটার দিকে তাঁরা কর্তৃপক্ষের কাছে মুঠোফোনের বিকাশ নম্বরে এপ্রিল মাসের বেতন না পাওয়ার কারণ জানতে চান। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এই প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে তাঁরা একযোগে কাজ বন্ধ করে কারখানার মূল ভবন থেকে বের হয়ে যান। এরপর তাঁরা ভেতর থেকে মূল ফটকে তালা মেরে সীমানা প্রাচীরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর করেন। পরে পুলিশ ফটক কেটে ভেতরে ঢুকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা চলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও