ফুটপাতেও বসছে দোকান!
বার্তা২৪
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৩:৫৩
সরকারি নির্দেশ অমান্য করেই রাজবাড়ীর বালিয়াকান্দির হাট-বাজারের ফুটপাতে বসছে ভ্রাম্যমাণ দোকান। স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি থাকলেও কেউ মানছেন না আইন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে সরেজমিন বালিয়াকান্দির বাজারে গিয়ে দেখা যায়, সড়কের দু’পাশে বাজারের মধ্যেই বসেছে ভ্রাম্যমাণ দোকান। সব দোকানেই রয়েছে ক্রেতাদের ভিড়। কেউ মানছেন না সামাজিক দূরত্ব।
ফুটপাতগুলোতে বিভিন্ন ফল, কাপড় ও জুতার দোকান বসেছে। এ সব দোকানগুলোতে রয়েছে প্রচণ্ড ভিড়। শিশুরাও আসছে তাদের মায়েদের সঙ্গে। প্রতিদিন স্থানীয় প্রশাসন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও আইন প্রয়োগ করেও সচেতন করা যাচ্ছে না।
তাছাড়া বালিয়াকান্দির মার্কেট ও শপিংমলগুলোতেও নারীদের ভিড় রয়েছে যথেষ্ট। এদিকে ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের কারণে আজ থেকে রাজবাড়ীর ব্যবসায়ী নেতারা সব মার্কেট ও শপিংমল বন্ধ রেখেছে।