![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/14/56ffdb2f8eab0fe7be8160fd6ac45e56-5ebcf35bd4fc7.jpeg?jadewits_media_id=1532158)
কোথায় আছেন, কেমন আছেন মাহমুদ কলি
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৩:২৮
ব্যক্তিগত ব্যস্ততার কারণে নব্বই দশকের মাঝামাঝিতে ক্যামেরার সামনে দাঁড়ানো বন্ধ করে দেন তিনি। চলে যান ব্যবসার জগতে। কিছুদিন যেতে চলচ্চিত্রের মানুষেরা তাঁকে ডেকে আনেন নেতৃত্ব দেওয়ার জন্য। শিল্পী সমিতির হাল তিনি ধরেন তখনই। সেই সময় একটি-দুটি ছবিতে অভিনয় করেছেন বলেও মনে পড়ে তাঁর। কিন্তু ছবির নাম-ধাম মনে করতে পারেন না মাহমুদ কলি।