৩৪ লাখ শিশুর টিকা দেয়ার ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১০:০৩
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা ৩৪ লাখেরও বেশি শিশুর হামের দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম চালু এবং করোনাভাইরাস থেকে শিশুদের রক্ষায় শিশুদের বাসায় টিকা দেয়ার ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্যসেবা) এবং স্বাস্থ্য অধিদফতরের ডিজি (মহাপরিচালক) বরাবর এই নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে টিকা কার্যক্রম চালু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।