রাত সাড়ে ১০টায় দেখুন আয়নার লুকোচুরি
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৯:০৭
আয়নাবাজি' চলচ্চিত্র, আয়নাবাজি অরিজিনাল সিরিজের পর করোনাকালে প্রচারিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ 'ঘরে বসে আয়নাবাজি'। আজ বুধবার রাত সাড়ে ১০টা থেকে প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে ঘরে বসে নির্মিত সচেতনতামূলক এ ধারাবাহিক। প্রথম আলোর ফেসবুক পেজ ও পরে ইউটিউব চ্যানেল ছাড়াও সচেতনতামূলক এই সিরিজটি দেখা যাবে লাইভ স্ট্রিমিং অ্যাপস র্যা বিটহোল এবং ব্র্যাকের ফেসবুক পেজে।