বিমানের অব্যবহৃত টিকিটে ভ্রমণ করা যাবে ২০২১ সালের মার্চ পর্যন্ত
মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে কেউ যদি ভ্রমণ না করতে চান, তাহলে টিকিট মূল্য ফেরত নিতে পারবেন। বুধবার জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান, মহামারী করোনাভাইরাসের কারণে গত জানুয়ারি ২০২০ থেকে যাত্রী কমতে থাকে বিমানের। এরপর ফেব্রয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এর পর মার্চ মাসে বিভিন্ন আকাশপে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান। পরের মাস এপ্রিল থেকে বেশ আন্তর্জাতিক কয়েকটি রুটে কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.