লভ্যাংশ দিতে ব্যর্থ খায়রুল কমিশনের ১১ কোম্পানি
দীর্ঘ ৯ বছরের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে বৃহস্পতিবার (১৪ মে) বিদায় নিচ্ছেন বহুল আলোচিত-সমালোচিত চেয়ারম্যান এম খায়রুল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে একের পর এক দুর্বল কোম্পানির প্রথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের অভিযোগ রয়েছে। তবে লভ্যাংশ না দেয়ার ক্ষেত্রে এ কমিশন থেকে আইপিও অনুমোদন পাওয়া কোম্পানিরগুলোর হারই সব থেকে কম। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৯৩ সালে বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে ২৮৪ কোম্পানি তালিকাভুক্ত হয়েছে (তালিকাচ্যুত ছাড়া)। এর মধ্যে ৭১টি বা ২৫ শতাংশ কোম্পানি তাদের সর্বশেষ হিসাব বছরের ব্যবসায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে খায়রুল হোসনের নেতৃত্বাধীন কমিশনের সময়কালীন তালিকাভুক্ত হওয়া কোম্পানির সংখ্যা ১১টি বা ৩.৮৭ শতাংশ।