'আজীবন’ বাসা থেকে কাজ করতে পারবেন টুইটারের কর্মীরা
চাইলে 'আজীবন' বাসা থেকে কাজ করতে পারবেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কর্মীরা। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে কর্মীদের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, লকডাউনের সময় টুইটার কর্মীদের বাসা থেকে কাজ করার নিয়ম চালু করে। সেই নিয়ম ফলপ্রসূ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও যেতে পারবেন।এর আগে এ মাসের শুরুর দিকে গুগল ও ফেসবুক জানিয়েছে, বছর শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মীরা বাসা থেকে কাজ করতে পারবেন।বাসা থেকে কাজ করার ঘোষণায় টুইটার বলেছে, ‘গত কয়েক মাসে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা এটা (বাসা থেকে কাজ) করতে পারছি। সুতরাং আমাদের কর্মীরা যদি বাসা থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো।