ছেলের টানে কানাডা গেলেন অরুনা বিশ্বাস

সমকাল প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৩:৫৮

ছেলে থাকছেন কানাডায় আর মা বাংলাদেশে। উভয় উভয়ের জন্য চিন্তায় ছিলেন এতোদিন। করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে মা ও ছেলে এই এই চিন্তা নিয়ে দেড় মাসের মতো সময় কাটালেন। অত:পর মা আর থাকতে পারলেন না। তাই করোনা ভাইরাসের এই সময়েও  সূদুর কানাডায়  উড়ে গেলেন অভিনেত্রী অরুনা বিশ্বাস।গত রোববার  কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে কানাডা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা সমকালকে জানান অরুনা।  বলেন, ছেলের জন্য মন কেমন যেনো করছিলো। তাই আর থাকা গেলো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও