ম্যাজিক: দুই মিনিটেই কমবে গলাব্যথা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৩:০১
চারপাশেই এখন করোনার আতঙ্ক। একটু ঠাণ্ডা কিংবা গলাব্যথা হলেই সবাই ভয় পেয়ে যাচ্ছেন। তবে এই সময়টি ভয় পাবার নয়। ঠাণ্ডা-জ্বর কিংবা গলাব্যথা করোনার কারণেই হচ্ছে এমনটা ভাবা ভুল। এই সময় ঋতু পরিবর্তনের কারণেও ঠাণ্ডা, জ্বর কিংবা গলাব্যথা হতে পারে। তাছাড়া এই সময় অ্যালার্জি, ধুলাবালি নানা কারণে এ সমস্যাগুলো হয়। গলাব্যথা ও গলা খুসখুসে ভাবের সঙ্গে থাকে নাক বন্ধ, মাথাব্যথার সমস্যাগুলোও। এক্ষেত্রে শুধু ওষুধ নয়, শারীরিক অসুস্থতায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ঘরোয়া টোটকা। তিনটি মাত্র উপাদান দিয়ে তৈরি করতে পারেন একটি জাদুকরী পানীয়।