করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিলও। তবে কিছু শ্রেণি পেশার মানুষ প্রথম থেকেই কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। আর এই যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রুবেল একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ডাক্তার, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। রুবেল বলেন, ‘আজ আমাদের দেশ একটি ভয়াবহ মুহূর্ত পার করছে। আজ এই সংকটময় মুহূর্তে যে সকল যোদ্ধারা তাদের পরিবার, সন্তান, স্ত্রীর কথা চিন্তা না করে সামনে থেকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে স্যালুট জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ডক্টরস, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের। যারা দেশের জন্য এতবড় ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের এই ত্যাগ আমরা কোনো দিন ভুলবো না। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।’ বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ১৩, ২০২০ এমএমএস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.