কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা থেকে পালিয়ে ঘাটাইলে আসা করোনা রোগীকে নিয়ে তুলকালাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১০:৫১

করোনা পজেটিভ শনাক্ত রোগী ঢাকা থেকে পালিয়ে এসে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান নিয়েছেন। পরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের একটি বিশেষায়িত টিম তাকে আটক করে ১২মে রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, করোনা শনাক্ত ওই রোগী ঢাকার একটি ক্লিনিকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ঢাকায় নমুনা পরীক্ষা করলে গত এক সপ্তাহ আগে তার করোনা পজেটিভ শনাক্ত হয় বলে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের কাছে রোগী নিজেই স্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, করোনা শনাক্ত হওয়ার পর এই ব্যক্তি ঢাকা থেকে পালিয়ে গত তিন দিন আগে উপজেলা সদরের খরাবর এলাকার একটি বাসায় অবস্থান নেয়।  বিষয়টি অবগত হওয়ার পর গত মঙ্গলবার রাতে এলাকাবাসী খবর নিয়ে তার অবস্থান নিশ্চিত হয়। পরে তার অবস্থান সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবগত করেন। করোনা শনাক্ত রোগী বিষয়টি টের পেয়ে রাতেই খরাবর এলাকা থেকে পালিয়ে তার গ্রামের বাড়ি দেলুটিয়া গ্রামে রওনা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও