দেশে ২ মাসে করোনা সংক্রান্ত হটলাইনগুলোতে ৪৯ লাখ ফোনকল

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৩ মে ২০২০, ০১:৫২

সরকারি হিসেবে করোনা বাংলাদেশে প্রথম হানা দেয় ৮ মার্চ। দেশে যাতে এ ভাইরাসের প্রকোপ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। চালু করেছে হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনগুলোতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৫ হাজার ১৮টি ফোনকল এসেছে। এ পর্যন্ত এসব হটলাইনে গত দুই মাসে ৪৯ লাখের বেশি কল এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মুক্তপাঠে চিকিৎসা সেবা দিতে যুক্ত আছেন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ হাজার ৭২১ চিকিৎসক। এছাড়া স্বেচ্ছা ভিত্তিতে ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন আরও ৪ হাজার ৭০ জন চিকিৎসক।

হটলাইনে নিয়োজিত জনবল প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে বলেন, আমাদের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সমন্বিত কন্ট্রোল রুম, আইইডিসিআরের হটলাইনের নম্বরগুলোতে বর্তমানে ২শ’রও বেশি মানুষ রোস্টার ভিত্তিতে কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও