মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের প্রকৌশলী আক্রান্ত, অপারেশন থিয়েটার বন্ধ
সমকাল
প্রকাশিত: ১৩ মে ২০২০, ০০:০৭
শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক মেডিকেল প্রকৌশলী অপারেশন থিয়েটারে মেডিকেল যন্ত্রপাতি মেরামত করায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটারটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার নেওয়া এই সিদ্ধান্তে ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাসপাতালের জরুরি অস্ত্রপচার কার্যক্রম। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, ৪ দিন আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে মেডিকেল যন্ত্রপাতি মেরামতের কাজ করেন যশোর সরকারী ইলেকট্রো মেকানিক্যাল ওয়ার্কসপের একজন মেকানিক্যাল প্রকৌশলী। সোমবার তার শরীরে কভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি বলেন, এটি নিশ্চিত হবার পর ঝুঁকি এড়াতে এই অপারেশন থিয়েটারে সব ধরনের অন্ত্রপচার মঙ্গলবার থেকে আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।