শের-ই বাংলা মেডিকেলে অল্প খরচে কিডনি ডায়ালাইসিস শুরু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ মে ২০২০, ২১:৩৬

রিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস। বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এই চিকিৎসা অনেক ব্যয় বহুল হলেও সরকারি এই হাসপাতালে এই চিকিৎসা করা যাবে মাত্র ২০ হাজার টাকায়। প্রতিষ্ঠার ৫২ বছরে এই প্রথম দক্ষিণাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেলে কিডনি ডায়ালাইসিস শুরু হওয়ায় খুবই আনন্দিত রোগী-চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালীর বাউফলের বাহেরচরের মো. খসরু আলম সিকদার নামে এক রোগীর কিডনি ডায়ালাইসিস এর মাধ্যমে হাসপাতালের এই নতুন অধ্যায়ের সূচনা হয়। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম দিকে শের-ই বাংলা মেডিকেলে কিডনি ডায়ালাইসিসের জন্য দুটি মেশিন পাঠানো হলেও এতদিন সেগুলো ছিলো বাক্সবন্দি। প্যাকেট অবস্থায় অকেজো হয়ে যায় মেশিন। যার ফলে রোগীরো এর সুফল ভোগ করেনি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। সেই থেকে এখানে এই চিকিৎসার ব্যবস্থা ছিলো না। ফলে রোগীদের রাজধানী কিংবা এখানকার বেসরকারি ক্লিনিকে চড়া মূল্যে ডায়ালাইসিস করতে হতো। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ২৩ জানুয়ারি কেন্দ্রিয় ঔষধাগার থেকে ১০টি   মেশিন পাঠানো হয় মেডিকেলে। জাপানের নিপ্রো কোম্পানীর তৈরি ওই মেশিনের মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও