কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা

ভারতে আজ রাত ৮টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে এক ভিডিও ভাষণে কুড়ি লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন যা করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার কিছুটা অংশ মেরামত করতে সাহায্য করবে। এই বিশেষ আর্থিক প্যাকেজের খুঁটিনাটি বিষয়গুলো আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেবেন। তবে প্রধানমন্ত্রী আজ জানালেন জমি, শ্রম এবং নগদ অর্থ যোগানের জন্য আর্থিক প্যাকেজে ব্যবস্থা থাকবে। আর ভারতের জিডিপি বা মোট জাতীয় উৎপাদনের ১০ শতাংশ হবে এই আর্থিক প্যাকেজ, যা কিনা খুবই বেশি। এটা এ বছর, অর্থাৎ ২০২০ সালের জন্য। সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রেই এই আর্থিক প্যাকেজ থাকবে। সবশেষে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন আমাদের আরো কিছুদিন রাখতে হবে। ১৭ই মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে, সেই মেয়াদ আরো কিছুদিন বাড়ানো হবে। ১৮ই মে'র আগেই আমরা চতুর্থ দফার লকডাউনের নিয়ম-কানুন জানিয়ে দেব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন