মাঠে তিনি ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল’ নামে পরিচিত। কঠিন হোক বা অনুকূল পরিস্থিতি। কখনই নিজের প্রতিক্রিয়া সহজে ব্যক্ত করেন না তিনি। এই কারণেই ক্রিকেট বিশ্বে তাঁকে বলা হয় ‘মিস্টার কুল’। সেই মহেন্দ্র সিং ধোনিই নিজের মেজাজ হারিয়েছিলেন। তাও আবার সতীর্থদের সামনে।
এমনটাই জানিয়েছেন, জাতীয় দলের প্রাক্তন তারকা ইরফান পাঠান। ২০০৬-২০০৭ সালের একটি ঘটনার কথা তিনি সম্প্রতি শেয়ার করেছেন স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে। সেখানেই পাঠান জানিয়েছেন, “এটা ২০০৬-২০০৭ সালের এক ঘটনা। ওয়ার্ম আপ ম্যাচে আমাদের মধ্যেই একটা খেলা হয়েছিল। যেখানে ডানহাতি ব্যাটসম্যানরা বাঁ হাতিদের সঙ্গে ব্যাট করবে। এরকম ওয়ার্ম আপ ম্যাচ খেলে আমরা প্রস্তুতিতে নামতাম। এমন একটা ওয়ার্ম আপ ম্যাচেই ধোনিকে আউট দেওয়া হয়। যেটা ওর মনে হয় আউট ছিল না। ব্যাট ছুড়ে প্রকাশ্যেই নিজের অসন্তোষ ব্যক্ত করে। ড্রেসিরুমেও তান্ডব চালায়। পরের দিন অনুশীলনেও দেরি করে এসেছিল। আসলে ওর ও রাগ হয়।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.