নতুন ৩ জনসহ মোট ৫৫ জনপ্রতিনিধি বরখাস্ত
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই নিয়ে মোট ৫৫ জনপ্রতিনিধিকে ত্রাণ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বহিষ্কার করা হলো।নতুন করে সাময়িক বরখাস্তরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপির চেয়ারম্যান মুখলিছ মিয়া, রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্যোগকালে ত্রাণ আত্মসাৎ করে কেউ যাতে পার না পায়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনার পরই মূলত কঠোর হয়েছে স্থানীয় সরকার বিভাগ।