এবার নাইটক্লাব থেকে বিস্তার, দক্ষিণ কোরিয়ায় মহামারীর দ্বিতীয় ঢেউ ‘আসন্ন’
দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্তদের মধ্যে ১০১ জনই রাজধানী সিউলের একটি নাইটক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছেন শহরের মেয়র পাক উন সুন। আজ মঙ্গলবার এ তথ্য জানান মেয়র।রাজধানীর বিনোদন শহর হিসেবে পরিচিত ইতেওয়ানে গত কয়েক দিনে নতুন আক্রান্ত যে হারে বেড়েছে তাতে দক্ষিণ কোরিয়ার করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন অনেকে।মেয়ার জানিয়েছেন, ওই নাইটক্লাবগামী ৭ হাজার ২৭২ জনের নমুনা এ পযন্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০১ জনই করোনা আক্রান্ত। তবে সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে ৩৬ শতাংশের বেশি আক্রান্তের মধ্যে কোনো উপসর্গ নেই। আর বিস্তারের হারও খুব উচ্চ। এ কারণে বহু মানুষ প্রাথমিক আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হওয়ার আশঙ্কা খুব বেশি। কর্তৃপক্ষ ফোন সিগন্যাল যাচাই করে দেখেছে, গত সপ্তাহে ইতেওয়ান নাইটক্লাবের আশেপাশে প্রায় ১০ হাজার ৯০৫ জন মানুষ ছিলেন। শহর কর্তৃপক্ষ শনাক্ত সব ব্যক্তির ফোনে এসএমএস পাঠিয়েছে এবং তাদের প্রত্যেককে করোনা পরীক্ষার অনুরোধ জানানো হয়েছে। মেয়র বলেন, নাম পরিচয় গোপন রেখে করোনা পরীক্ষার সুযোগ দেয়ার পর পরীক্ষার হার দ্বিগুণ হয়েছে।