সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর জীবনী ‘আমার কথা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ মে ২০২০, ০২:৩৮

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর (৮ অক্টোবর ১৮৬২ - ৬ সেপ্টেম্বর ১৯৭২) সেই বিশ্বভ্রমনের অভিজ্ঞতা ও মজার কিছু স্মৃতি তাঁর মুখ থেকেই শোনা যাবে ‘আমার কথা’ বইতে। বইটি কিনেছিলাম ১৯৯২ সালে। কিন্তু কী আশ্চর্য, দীর্ঘ ২৮টি বছর এই অসামান্য বইটি অপঠিতই রয়ে গেছে! না জানি, এ তালিকা কত দীর্ঘ!আলাউদ্দিন খাঁ একসময় শান্তিনিকেতনে ছিলেন কিছুদিন। তখন তিনি আলাপ-আলোচনা-আড্ডায় নিজের জীবন সম্পর্কে অনেক কিছু বলেছিলেন, সেসব কথাই শুভময় ঘোষ এ বইতে লিপিবদ্ধ করেছেন। সেটাই ‘আমার কথা’ নামে প্রথমে ‘রত্মসাগর গ্রন্থমেলা’ থেকে, পরে ‘আনন্দ প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়।কেন অসামান্য এ বই? এখন তো শর্টকাটের যুগ। তার ওপর প্রযুক্তি আরও সহজ করে দিয়েছে আমাদের জীবন। ঘরে বসে পছন্দের খাবারটি খাওয়ার জন্য এখন কেবল কষ্ট করে হা করলেই হয়। শিল্পী-সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে তা ভিন্ন হবে কেন! অতএব, শিল্পীর জন্য একদা অপরিহার্য বলে বিবেচ্য ‘সাধনা’, ‘অধ্যবসায়’ শব্দগুলোর ঠাঁই হয়েছে বিপন্ন প্রজাতির তালিকায়।ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে, যে কেউ চাইলেই শিল্পী বা সাহিত্যিক হতে পারেন। যিনি বা যারা এখনো হননি, (আপনাকে বুঝতে হবে যে) এ ব্যাপারে তার বা তাদের আগ্রহের অভাব রয়েছে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও