![](https://media.priyo.com/img/500x/https://i.ytimg.com/vi/mbLVWu9seZA/maxresdefault.jpg)
ফুসফুস প্রতিস্থাপন করে সুস্থ হলেন ৬৫ বছর বয়সী চুই !
যমুনা টিভি
প্রকাশিত: ১২ মে ২০২০, ১৪:২১
সিনেমার কাহিনীকেও যেনো হার মানালো চীনে মৃত্যুপথযাত্রী এক রোগীর সফল অস্ত্রোপচার। করোনায় ফুসফুস বিকল হওয়ার পর, অনেকটা অলৌকিকভাবে তার জোড়া ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। ৬৫ বছর বয়সী চুই ঝিকিয়াংকে বাঁচাতে একজোট হয়েছিলেন দেশটির সেরা চিকিৎসকরা। উহানে দ্রুত ফুসফুস বয়ে আনতে বিমান আর অ্যাম্বুলেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।