আইসিসির গেম ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করলেও আমিনুল ইসলাম বুলবুল এখন আসলে অস্ট্রেলিয়া প্রবাসী। স্ত্রী সেখানেই চাকুরি করেন। ছেলেরা লেখাপড়াও করে অস্ট্রেলিয়ায়। বড় ছেলের সম্ভাবনাময় ক্রিকেট চর্চাও চলছে সে দেশে। খুব স্বাভাবিকভাবেই অসি ক্রিকেট সংশ্লিষ্ট সকলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় নিয়মিত। তাদের সঙ্গে সৌজন্যতা বিনিময়ের পাশাপাশি ক্রিকেট নিয়ে কথা হয়। ক্রিকেটীয় কথোপকথনের পাশাপাশি ব্যক্তিগত আলাপচারিতায় অনেক কথাই হয়। এর মধ্যে একজন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেট ব্যক্তিত্ব আছেন, যিনি বুলবুলকে দেখলে সৌজন্যতা বিনিময়ের আগে অন্য কথা বলেন। সবার আগে জানতে চান, ‘হেই আমিনুল, তোমার মাথা ঠিক আছে তো?’ নিশ্চয়ই রাজ্যের কৌতূহল এসে ভর করেছে? কে সেই ক্রিকেটার, যিনি বুলবুলকে দেখা মাত্র অন্য কথা বলার আগে খবর নেন তার মাথার! ভাবছেন, বুলবুলের মাথায় আবার কী হলো? খেলা ছেড়েছেন তো বহু আগে। তবে কি কোন দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক? নিশ্চয়ই মাথায় নানান ভাবনা এসে ভর করেছে? সেটাই স্বাভাবিক। তবে নিকট অতীত বা সাম্প্রতিক সময়ে মাথায় কোন আঘাত পাননি বুলবুল। হ্যাঁ! খেলতে গিয়ে একবার তার মাথায় বল লেগেছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা তাই তাকে দেখা মাত্র মাথার খোঁজ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.