ফ্লোরেন্স নাইটিঙ্গেল: জন্মের দ্বিশত বর্ষে 'লেডি উইথ ল্যাম্প'
বিশ্বব্যাপী আধুনিক নার্সিং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রগণ্য ব্যক্তিত্ব ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মের ২০০ বছর পূর্ণ হলো এমন একটি পরিস্থিতিতে, যখন করোনা মহামারি প্রতিরোধে নার্সরা সম্মুখ কাতারে দাঁড়িয়ে লড়ছেন। ১৮২০ সালের ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মের স্মৃতিতে দিনটিকে বিশ্ব নার্স বা নার্সিং দিবস হিসেবে পালন করা হয়।
করোনা আক্রান্ত বিশ্বে নার্সদের চলমান লড়াইকে তুলনা করা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রের ঐতিহাসিক অবদানের সঙ্গে, যেজন্য তিনি বিশ্বময় পরিচিত হয়েছিলেন 'লেডি উইথ ল্যাম্প' নামে। তার জন্মের দ্বিশততম বর্ষে যুদ্ধ ও মহামারিতে ব্যাপক মানুষের মৃত্যু ঠেকাতে সবাই নতুন করে সঙ্কল্প বদ্ধ হচ্ছেন। বিশেষত তার নার্সিং শিক্ষা ও পদ্ধতি, স্বাস্থ্য পরিসংখ্যান এবং পারিবারিক ও জনস্বার্থ বিষয়ক ভাবনাসমূহের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্য ও নার্সিং ব্যবস্থার পুনর্গঠনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন, কর্ম ও অভিজ্ঞতার নিরিখে।
- ট্যাগ:
- লাইফ
- ইতাহাসের ইতিহাস
- নার্সিং