You have reached your daily news limit

Please log in to continue


ভাবনার ভাবনায় পরিমিত সাজ

অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা গত মার্চ মাস থেকে ঘরবন্দী। ঘরে বসেই ছবি আঁকছেন, নাচের চর্চা করছেন, আর সেসবের ছবি ও ভিডিও তুলে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেকে ব্যস্ত রাখছেন নানা ধরনের কাজে। ভেবে রেখেছেন কোয়ারেন্টিনে থেকে যতটুকু যা হাতের নাগালে পাবেন, তা দিয়েই ঘরে উদ্​যাপন করবেন ঈদ উৎসব।  সাজে ভারসাম্যএবারের ঈদ উৎসব অন্য বছরের চেয়ে আলাদা হতে যাচ্ছে—ভাবনাও এমনটা ভাবেন। তবে উৎসবের দিনগুলো তো আর পরিস্থিতির কারণে ম্লান হয়ে যেতে পারে না। তাই অভিনেত্রী ভাবনা মনে করেন সাজ আর পোশাকে ভারসাম্য রেখে ঘরে বসেই উৎসব উদ্​যাপন করা যেতে পারে। ঈদের দিনের পোশাকটি যদি হয় ভারী কাজের, তাহলে সাজে রাখুন সহজাত ও ছিমছাম আমেজ। যেমন অভিনেত্রী ভাবনা বোন অদিতির নকশা করা হলুদ শাড়ির সঙ্গে পরবেন মায়ের গয়না। আর যেহেতু গয়নাটা সোনার, তাই অতিরিক্ত মেকআপ দিয়ে শাড়ির হলুদ আভা আর মায়ের গয়নার আভিজাত্যকে ডেকে দেননি। সাজ আর পোশাকে রেখেছেন সরল ভারসাম্য। ন্যুড লিপস্টিক সব সময়ের জন্যযেকোনো উপলক্ষে ন্যুড লিপস্টিক মানানসই। তাই ঈদের সকালের হলুদ শাড়ি হোক কিংবা সন্ধ্যার জাঁকালো গোলাপি-রুপালি লেহেঙ্গা—ভাবনা দুই সময়েই ন্যুড লিপস্টিক পরবেন ঠোঁটে। ঘর থেকে কাটানো ঈদটাকে পোশাক দিয়ে রঙিন করবেন, তবে সাজে রাখবেন ঘরকন্নার আমেজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন