You have reached your daily news limit

Please log in to continue


আজ রাতে ‘ঘরে বসে আয়নাবাজি’

‘আয়নাবাজি’ চলচ্চিত্র, আয়নাবাজি অরিজিনাল সিরিজের পর করোনাকালে প্রচারিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে ঘরে বসে নির্মিত সচেতনতামূলক এ ধারাবাহিক। ‘আয়নাবাজি’ ছবির চরিত্ররা এখনো রয়ে গেছে মানুষের মননে। করোনা–সংকটে আবার তারা মানুষের সামনে হাজির হচ্ছে সচেতনতার বার্তা নিয়ে। দেখা যাবে আয়না, হৃদি ও সাংবাদিক সাবেরকে। ঘরে বসে নির্মাতা ও কলাকুশলীরা নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্যের এ ওয়েব সিরিজ। সিরিজের নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়া। প্রযোজনা করেছেন জিয়াউদ্দিন আদিল। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিরিজের টিজার ও একটি গান। সিরিজের জন্য গল্প লিখেছেন নাসিফ ফারুক। তিনটি পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন। দেখা যাবে ভাইরাস সংক্রমণ ঠেকানো এবং সুরক্ষিত থাকতে কী করছে তারা। ‘ঘরে বসে আয়নাবাজি’ সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে, প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে আসেন সিরিজে সেটাই দেখা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন