স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী মোহাম্মাদ সাতাইয়াহ

আরটিভি প্রকাশিত: ১২ মে ২০২০, ১০:৪২

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মাদ সাতাইয়াহ। তিনি বলেন, ইসরাইল যদি ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

সোমবার (১২ মে) মন্ত্রিসভার বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মাদ সাতাইয়াহ বলেন, ইসরাইল জর্দানের উপত্যকাকে সংযুক্ত করে নিতে চাইছে। যা পুরো পশ্চিম তীরের শতকরা ২৮ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। এই জর্দান উপত্যকাকে ফিলিস্তিনের সবজি ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয় এবং এই উপত্যকার মাধ্যমে জর্দান ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ হয়।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইল যে পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আরব বিশ্ব এবং ইউরোপীয় ইউনিয়নকে শক্তভাবে দাঁড়াতে হবে। ইসরাইলের পরিকল্পনার বিরুদ্ধে নিন্দাবাদ কোনও কাজে আসে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও