‘পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান’
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানে সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের ওই আগ্রহের কথা জানান। তিনি দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার চলমান ভ্রাতৃপ্রতীম সহযোগিতার মনোভাবে সন্তোষ প্রকাশ করেন। জেনারেল বাকেরি ইরান ও পাকিস্তান সীমান্তে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতার কথা উল্লেখ করে বলেন, এসব গোষ্ঠী দু’দেশের যৌথ শত্রু এবং এদেরকে প্রতিহত করতে হবে।
ইরানের সেনাপ্রধান টেলিফোনালাপে জেনারেল বাজওয়াকে জানান, সম্প্রতি দু’দেশের সীমান্ত থেকে জেইশুয-যুলুম নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী তিন ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানের ভেতরে নিয়ে গেছে। তিনি এসব ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করার ব্যবস্থা নিতে পাক সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.