মাওলানা আবদুল লতিফ নেজামী আর নেই

সমকাল প্রকাশিত: ১১ মে ২০২০, ২২:৩১

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী আর নেই (ইন্নালিল্লাহি.... রাজিউন)। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির নেতাকর্মীরা জানান, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।মাওলানা আবদুল লতিফ নেজামী প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছিলেন নেজামে ইসলামী পার্টির সভাপতি। মাওলানা নেজামীকে কখন, কেথায় দাফন করা হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহম্মদ ফয়জুল্লাহ। মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৭ সালে তার দল জোট ত্যাগ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও