তৌহিদ হত্যার অধিকতর তদন্ত চান জাককানইবির শিক্ষকরা

বার্তা২৪ প্রকাশিত: ১১ মে ২০২০, ২২:১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় ।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব।শিক্ষকদের পক্ষে অধিকতর তদন্তের দাবি জানিয়ে লিখিত বিবৃতি পাঠ করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মাজহারুল হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে