মাইকে আজান দেওয়াকে ‘‌হারাম’‌ বললেন জাভেদ আখতার!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১১ মে ২০২০, ২০:৫৬

জাভেদ আখতার লাউডস্পিকারে আজান দেওয়া বন্ধ করা উচিত, এতে অন্যের অসুবিধা হয়, মনে করেন বলিউডের বিখ্যাত গীতিকার, কবি, লেখক জাভেদ আখতার। সম্প্রতি একটি ট্যুইটে তিনি এই মন্তব্য করেছেন। আর সেই ট্যুইট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। জাভেদ লিখেছেন, “ভারতে অন্তত ৫০ বছর ধরে লাউড স্পিকারে আজান দেওয়াকে ‘‌হারাম’‌ বলা হত। তারপর হঠাৎ করে সেটি ‘হালাল’‌ হয়ে গেল। কী করে?‌ এই প্রক্রিয়া থামা দরকার। আজান দেওয়া ঠিক আছে, কিন্তু লাউড স্পিকারে আজান দেওয়ার মানে হয় না, কারণ এতে অন্য লোকের অসুবিধা হয়। আমার আশা, এবার অন্তত তারা নিজেদের মতো করে আজান দেবেন।” সম্পর্কিত খবর এরপরেই একজন জানতে চান, মন্দিরে লাউড স্পিকার ব্যবহার করা নিয়ে জাভেদ আখতারের কী বক্তব্য? জাভেদ তারপর লেখেন, “‌মন্দির হোক বা মসজিদ, কোনও উৎসবে যদি লাউডস্পিকার ব্যবহার করা হয়, তাহলে ঠিক আছে। কিন্তু রোজকার জীবনে এবাবে লাউড স্পিকারের ব্যবহার করা মোটেই কাজের কথা নয়।” “‌হাজার হাজার বছর ধরে লাউড স্পিকার‌ ছাড়াই দেশে আজান দেওয়া হয়। আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অঙ্গ এই আজান। কিন্তু এই লাউড স্পিকারটি নয়।”‌ লিখেছেন জাভেদ আখতার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও