You have reached your daily news limit

Please log in to continue


কোনো জমিই অনাবাদি রাখা যাবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা পরবর্তী দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশের প্রতিটি আবাদযোগ্য জমিতে ফসলের আবাদ করতে হবে। কোনো জমিই অনাবাদি ফেলে রাখা যাবে না। তিনি বলেন, চলতি বোরো মৌসুমে সারাদেশে বাম্পার ফলন হয়েছে। সঠিক সময়ে নতুন ফসল ঘরে তুলতে পারলে খাদ্যের সমস্যা হবে না। সোমবার মন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের আওতাধীন প্রতিটি জেলার করোনা মোকাবিলা পরিস্থিতি, চলতি বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই, সরকারিভাবে ধান, চাল সংগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। রংপুর বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃষকের স্বার্থের কথা চিন্তা করে; তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কেনার ক্ষেত্রে ধানকে অগ্রাধিকার দিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন