![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/11/22fb66d41118ffacf3ef815b15b4f41b-5eb90dc497f45.jpg?jadewits_media_id=668546)
ডার্ক সার্কেল দূর করার ৭ উপায়
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ মে ২০২০, ১৮:০০
পর্যাপ্ত ঘুমের অভাব, দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনযাত্রার কারণে চোখের আশেপাশে পড়ে যেতে পারে কালচে দাগ। এটি দূর করার জন্য অবশ্যই প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম জরুরি। পাশাপাশি খেতে হবে পুষ্টিকর খাবার। পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- বিউটি টিপস
- ডার্ক সারকেল