কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে: হানিফ

আরটিভি প্রকাশিত: ১১ মে ২০২০, ১৭:১২

করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।আজ সোমবার (১১ মে) নিজ বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হানিফ এ মন্তব্য করেন।মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই ধীরে ধীরে দেশের সব প্রান্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। জীবন এবং জীবিকা এ দুটোই আজ বিপন্ন। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাবও।তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই। সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায়। সবসময় প্রতিটি কাজের তদারকি করছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সিদ্ধান্ত দিচ্ছেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও