জাভেদের কাছে দুঃখ প্রকাশ তামিমের
একের পর এক ফোন কল। রীতিমতো বিপাকে পড়ে গিয়েছিলেন জাভেদ ওমর বেলিম। সবাই যখন সমবেদনা জানাতে ব্যস্ত তখন ভুল ধরিয়ে দিচ্ছিলেন তিনি। খবর রটেছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত। ব্যস, শুরু হয় তাকে সমবেদনা জানানোর হিড়িক।
কিন্তু এরপরই জানা যায় খবরটা মিথ্যা। তিনি করোনাভাইরাস পজেটিভ নন। এমন গুজব ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবালের একটি লাইভ আড্ডা থেকে। যেখানে গত রোববার কথা বলেন-বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও নাইমুর রহমান দুর্জয়।
আড্ডার এক পর্যায়ে জাভেদ ওমর বেলিমের কোভিড-১৯ পজিটিভের কথা বলা হয়। এরপরই সেটি ভুল বলে দুঃখ প্রকাশ করলেন তামিম।
এই তারকা ক্রিকেটার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।’