বাড়িতে করোনা রোগীর সেবায় সাত পরামর্শ
প্রথম আলো
প্রকাশিত: ১১ মে ২০২০, ১৩:৫২
করোনাভাইরাসের সংক্রমণে শতকরা ৮০-৮৫ ভাগ ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দেয়। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বাড়িতে কোয়ারেন্টিনে থেকেই যথাযথ বিশ্রাম ও চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে বাড়িতে রোগীর যত্নের দায়িত্ব নিতে হয় পরিবারের কাউকে। পরিবারের সেই সদস্য হবেন সবচেয়ে সুস্থ, অপেক্ষাকৃত তরুণ ও সংক্রমণের ঝুঁকি কম, এমন একজন। এ ছাড়া রোগীর সেবা দেওয়ার সময় থাকতে হবে সতর্ক। মনে রাখতে হবে, একটু অসাবধান হলেই সেবা দানকারীও সংক্রমিত হতে পারেন এবং তাঁর মাধ্যমে বাড়ির অন্যরাও আক্রান্ত হতে পারেন। কাজেই কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে ।