![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/11/67044852550c6b104a577fdc423f973c-5eb8f6204a863.jpg?jadewits_media_id=1531480)
বিরক্তিকর মেইল থেকে রক্ষায় মাইক্রোসফটের ফিচার
প্রথম আলো
প্রকাশিত: ১১ মে ২০২০, ১২:৪৯
মেইলের 'রিপ্লাই অল' ফাংশনটি প্রেরক ও প্রাপক উভয়ের জন্য বিরক্তিকর হতে পারে। যখন কেউ রিপ্লাই অল বাটন চাপেন, তখন সেটি অন্যদের কাছে গিয়ে স্প্যাম মেইল হিসেবে বিরক্ত তৈরি করতে পারে। অনেকে আবার ভুলে একজনকে মেইল পাঠাতে গিয়ে সবাইকে রিপ্লাই করে বসেন। মাইক্রোসফট এ সমস্যার সমাধান এনেছে। মাইক্রোসফটের একটি অফিশিয়াল ব্লগে বলা হয়েছে, এটি বিশ্বব্যাপী অফিস ৩৬৫ ব্যবহারকারীদের জন্য রিপ্লাই অল স্ট্রম প্রটেকশন ফিচার চালু করছে। এক ঘণ্টার মধ্যে ১০ বার যদি রিপ্লাই অল ব্যবহার করে ৫ হাজার জনের বেশি কাউকে মেইল করা হয় তবে তা ব্লক করে দেবে ফিচারটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মেইল
- নতুন ফিচার
- মাইক্রোসফট
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে