গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (১১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার আড়াল কবিবের বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, কাপাসিয়া বাজার থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক আড়ালের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বাম দিক থেকে ডানে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এ সময় পেছনে থাকা দুই শ্রমিক পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.