You have reached your daily news limit

Please log in to continue


চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা চালু করল ব্যাংক এশিয়া

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশীরা কোনোরকম চার্জ ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন।আরএকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো টাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে তাত্ক্ষণিক জমা হয়ে যাবে। ফলে প্রেরণকারীর পুরো টাকাই তার বেনিফিসিয়ারি উত্তোলন করতে পারবেন। উপরন্তু, প্রেরিত টাকার ওপর বাংলাদেশ সরকার প্রদত্ত ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন। ব্যাংক এশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বাণিজ্যিক ব্যাংক  আরএকে ব্যাংক যৌথভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা চালু করল।সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে  আরএকে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আরএকে  ব্যাংকের শাখা থেকে চার্জ ফ্রি এ রেমিট্যান্স প্রেরণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।এ বিষয়ে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, প্রবাসী বাংলাদেশীদের চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা দিতে  আরএকে ব্যাংকের সাথে যৌথভাবে এ সেবাটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের দেশে রেমিট্যান্স সেবায় একটি মাইলফলক যোগ করল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন