বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং
                        
                            আরটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ১১ মে ২০২০, ০৮:৩০
                        
                    
                হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুকে ব্যথা অনুভব করায় রোববার রাত পৌনে ৯টার দিকে তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। বর্তমানে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। খবর এনডিটিভি’র।
 হাসপাতাল সূত্রে জানা গেছে, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতীশ নায়েক।