করোনাভাইরাস দেশের সমৃদ্ধির পথ ব্যাহত করেছে —প্রধানমন্ত্রী
নভেল করোনাভাইরাস দেশের সমৃদ্ধির পথ ব্যাহত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এ নভেল করোনাভাইরাস আমাদের সেই যাত্রা অনেকটাই ব্যাহত করেছে। কিন্তু তার পরও আমাদের থেমে থাকলে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল কভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সঙ্গে যুক্ত হন। পিএমওতে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিদের তাদের অনুদানের জন্য ধন্যবাদ জানান।