কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জমি বিক্রি করে স্বজনহারা মায়েদের জন্য উপহার

দুনিয়াজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বিস্তার করেছে। বাংলাদেশেও এর শিকড় ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের থাবা থেকে দেশকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দেশজুড়ে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়েছেন দিনমজুর অনেক নারী। এ পরিস্থিতিতে জমি বিক্রি করে এমন কর্মহীন নারীর পাশে দাঁড়িয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। রোববার (১০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা দিবস উপলক্ষে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে স্বজনহারা অসহায় ও কর্মহীন মায়েদের খুঁজে বের করে তাদের উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। মনির হোসেন বলেন, ‘দেশে করোনা শনাক্ত হওয়ার পরে থেকেই চলছে অঘোষিত লকডাউন। ঠিক তখন থেকেই আমার জমি বিক্রি করা টাকায় এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার অসহায় পরিবারের মাঝে ঘরে থাকার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। পর্যায়ক্রমে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রীর পাশাপাশি ইফতার সামগ্রীও বিতরণ করছি। এদের খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আবার বিতরণ করা হচ্ছে। একই পরিবারের মাঝে সাতবার পর্যন্ত উপহার পৌঁছে দেওয়া হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন